ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে জাতীয় শোক দিবসে র‌্যালি ও আলোচনা সভা  

সাভার (ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ২০:৩২, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৪, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সারা দেশের ন্যায় সাভারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন,‘বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে।’ 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন প্রমুখ। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি